পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/১০০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রৈবতক কাব্য । SS * • অতৃপ্ত সে রূপ শোভা দেখি, কৃষ্ণ, মনলোভা কিছুক্ষণ, বহুক্ষণ বসিয়ু উদ্যানে রহিল। চাহিযু স্থির সুধাকর পানে । চরণে যে ভিক্ষ যাচি, . আনিলাম সব্যসাচী, ভগবন । সে ভিক্ষা কি হইবে সফল : এ তব মহিমা রাজ্য, সকলই তোমার কার্য্য, উপাদান মাত্র, নাথ ! মানব সকল । যেই সুপ্রসন্ন হাসি আজি নীলাম্বরে ভাসি করিয়াছে সুধীযয় বিশ্ব চরাচর ; • তেমতি প্রসন্ন হাসি এ উদ্বাহে পরকাশি, যুমুদ জাহ্নবী সহ করিয়া মিলিত আর্য্য ইতিহাস কর স্বধায় প্লাবিত । আভরণ রণ-রণ, ভ্রমর গুঞ্জন সম, অমৃত বধিল কর্ণে; দেখিতে দেখিতে যেন উল্কাখণ্ড ভাগি, রূপের অমৃতরাশি, রূপের অমৃতে পূর্ণ করি পুষ্পবন, আসি এক চিত্র করে প্রাণেশের অঙ্কোপরে