পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/১০০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রৈবতক কাব্য । పెఫిసె স্বপ্রসন্ন মুখে কৃষ্ণ জিজ্ঞাসিলা হাসি– “কহ দূত মগধের কহ কি সংবাদ ? কি দেখিলে কি কুনিলে গিরিব্ৰজপুরে ? মগধের রাজধানী দেখিলে কেমন ?” কহে দূত যোড়করে—"প্রভুর প্রসাদে অতিক্রমি বিন্ধ্যাচল, অনন্ত কাস্তার, মধ্য মরুভূমি ক্লেশে, জুড়াল জীবন গোপালের লীলাভূমি দেখি বৃন্দাবন, দেখিয় মুথুরাপুরী ; পান করি মুখে প্রভুর চরণামৃত যমুনা-সলিল । অবগাহি গঙ্গানীরে, লইয়া মস্তকে *রামচন্দ্ৰ-পদরেন্থ সরযুর তীরে, দেখিলাম জানকীর পবিত্রী-জননী মিথিলা জাহ্নীতীরে, দেখিলাম শেষে মগধের মহারাজ্য স্বর্ণ-প্ৰসবিনী । সলিল অমৃতনিভ ; অমৃত অনিল ; অনন্ত পাৰ্ব্বতী নদী স্বধা-প্রবাহিণী । । স্থানে স্থানে অবরুদ্ধ সে স্থধা-প্রবাহ সাজায়ে ৩ড়াগ শস্ত, করিছে মগধ নিরস্তুর হুধাসিক্ত, শস্যস্থশোভিত । মনোহর আম্রবন পল্লবে ভূষিত । অনন্ত হরিত ক্ষেত্রে ঃ অমুর্বর দেহ শোভে কৃষ্ণকায় শৈল মৈনাকের মত,— তুলনায় নিরুপম । শোভে উপত্যক অগণন গাভিগণে পুশিত স্বনার, শৈল শ্রোতস্বভী মত্ত ক্ষুধ-প্রাহিণী ।