পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/১০০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯৩• নবীনচন্দ্রের গ্রন্থাবলী। বরাহ, বৈভারাচল, বৃষভ, চৈত্যক, ঋষিগিরি, সম্মিলিত পঞ্চগিরি মাঝে, * ওই দেখ"-কহে দৃত স্কপিয়া কেশৰে মগধের মানচিত্ৰ—“ওই দেখ, প্রভো ! শোভে'পঞ্চানন’ তীরে গিরিব্রজপুর মগধের ‘রাজগৃহ’,-পৰ্ব্বত প্রাচীরে স্বরক্ষিত মহাপুরী ; অজাগর মত ছুটিয়াছে তন্ত্রপরে দুর্গের প্রাচীর। প্রাচীরে প্রহরীগণ ; শত্রু अनर्भिर्ड কি সাধ্য মগধ-সীমা করিবে লঙ্ঘন ? একটি তোরণ মাত্ৰ শোভিছে উত্তরে রক্ষিত বিপুল সৈন্তে, দুই পার্শ্বে তার ' মগধের বীর্য্য-সাক্ষী উষ্ণ প্রস্রবণ ছুটিতেছে বহুতর অপূৰ্ব্বদর্শন । এক কুণ্ডে সপ্তধারা’ বহিছে সলিল t ঈষদুষ্ণ, মূৰ্ত্তিমান দেব বৈশ্বানর ‘ব্রহ্মকুণ্ডে, অন্য কুণ্ডে বহে অবিরল মুশীতল দুই ধারা "যমুনা, জাহ্নবী ! জরাসন্ধ পরাক্রম গোবিন্দ আপনি দেথিয়াছ ; দেখিয়াছি অশীতি নৃপতি জিনি ভুজবলে বন্দী করি কারাগারে রাখিয়াছে ; শত জন হইলে পূরণ দিবে বলিদান রূদ্রে”—“নৃশংস শার্দুল ” f , # • মহাভারতে জরাসন্ধ পুরী বর্ণনায় এই পাঁচটি. পৰ্ব্বঙ্গে উল্লেখ আছে। উহার এখনও বর্তমান আছে।