পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/১০০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্যাস । সৈকত্তক কাব্য । S&& ডুবাইয়া দ্বারবর্তী সমুদ্রের জলে, সমুদ্র-প্রতিম সৈন্ত প্লাবিতে ভারত। হস্তিনা হিংসায় মত্ত ক্ষিপ্ত গ্রহ মত আঘাতিতে ইন্দ্র প্রস্থ । ভারত তখন হইবেক কেন্দ্ৰভ্ৰষ্ট, আর রাজ্য যত جسمے গতিভ্রষ্ট গ্রহ মত একে অন্ততরে আঘাতিবে, -- কিবা ঘাত কিবা প্রতিঘাত, কি ভীষণ সংঘর্ষণ, বিপ্লব ভীষণ, ' ঘটিবে তপন প্রভো ! ভাবিতে ন পারি। এ রাষ্ট্রবিপ্লব, এই ঘোর নির্য্যাতন জননীর, আত্মহত্য, সাধুৰ ছৰ্দশ, অসাধুর আধিপত্য, ধৰ্ম্মের বিলোপ,— সহিৰ কেমনে শৈলপ্রতিমূৰ্ত্তি মত ? এক দিক মাত্র, দিক অন্ততর, বামুদেব, চিত্রের আরো ভয়ঙ্কর। শঙ্কিত কুরঙ্গ মত, গ্রীবা উদ্ধ করি, গৃহবাসী বিপ্ৰগণ, বনবাসী ঋষি, উৰ্দ্ধকৰ্ণে তব কাৰ্য্য করিছে শ্রবণ ; স্ত্রাণিতেছে অভিসন্ধি ; ভাবিছে বিপ্লব সাম্রাজ্যে, সমাজে, ধৰ্ম্মে, উদ্বেগু তোমার,— তুমি এ বিপ্লবকারী।”—হাসিয়া কেশব— *আমি এ বিপ্ল্যকারী ! মহর্ষি ! মহর্ষি । সরল বৈদিক ধৰ্ম্ম, পূজা প্রকৃতির, সারল্য সৌন্দৰ্য্য মাখ, আর্য্য শৈশবের,— সে সবল হৃদয়ের তরল প্রবাহ, পৈশাচিক যজ্ঞে যারা করিছে বিকৃত,—