পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/১০২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

St e নবীনচন্দ্রের গ্রন্থাবলী । প্রকম্পিত কলেবর ! “ক্লঞ্চ”—এই কথা মাত্র বলদেব করিলা গর্জন । কৃষ্ণ মুহূৰ্ত্তেক পরে প্রবেশিলে কক্ষে ধীরে, কহিলেন, ক্রোধরুদ্ধস্বর,— “এই দণ্ডে আয়োজন, মম শিষ্য দুর্য্যোধনে । সমপির মুভদ্রার কর " , দুৰ্ব্বা। (স্বগত) কি পাপ ! দেখিবামাত্র, কঁাপিতেছে মম গাত্ৰ ; নাহি জানি কি যে ইন্দ্রজাল । জানে এই দুরাচার, দেখিয়া আমারো মনে উপজিছে ভক্তি, কি জঞ্জাল । ক্লঞ্চ আজ্ঞা শিরোধার্য্য মম, কিন্তু, দেব, এ কেমন ? ব্যস্ততার কৰ্ম্ম এ তো নয়। ; রয়েছেন গুরুজম, ' র্তাহীদের অভিমত জানা কি উচিত, দাদ, নয় ? বল । গুরুজন গুরুজন । । চিরকাল গুরুজন । এই তপ তর্ক চিরকাল । ন শুনিব কারে কথা, বিলম্ব কাহারে তরে করিব না তিলদ্ধেক কাল । কৃষ্ণ । যদি বীর ধনঞ্জয় ভদ্রা পাণি-প্রার্থ হয়, অতিথির হবে অপমান । বল । নাহি দিব কদাচন, , করি নাহি হেন পর্ণ অতিথিরে ভগ্নী দিব দান । কৃষ্ণ । রোষিবে পণ্ডিবগণ, দোষিবে যাদবকুল,— বল । উক্তয়ে পাঠাব রসাতল । t