পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/১০৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পাস্ক। রৈবতক কাব্য । 法3な? ব্ৰত উদ্ধারের তরে। ভদ্রার প্রণয়, তব ব্রত, নাগপতি, ধ্বংসের কারণ। শরীরের কোন অংশ মানব-হৃদয়, কহ ঋষি, কাটি তাহা কৃপাণে এখনি নিক্ষেপি সম্মুখে তব জলস্তু অনলে। নহে চক্ষে, ঋষিবর, মুদিলে নয়ন নিরবি ভদ্রার রূপ। নহে বক্ষে, অস্ত্রে বিদীর্ণ যখন বক্ষ দেখেছি সেরূপ অস্ত্রক্ষতে করিতেছে জোছনা-বর্ষণ নিরমল, সুশীতল ; নহে কোনো অঙ্গে, . অবশ যখন দেহ মূৰ্ছায় নিদ্রায় অতুলিত সেইরূপ দেখিছি স্বপন । ক্ষু মানবের লেঃ কোথা এ হৃদয়অনিবাৰ্য্য বেগে যার মেতেছি ভাসিয়া অরণ্য-কেশরী আমি তৃণের ਬਣਕ : ঋষিবর ! ঋষিবর । চাহিয়াছি আমি পোড়ষ্টতে ক্রোধানলে, করতে পেষণ অভিমানে সেম্বর, করিতে ছেদন অপমান অসিধারে ;–হয়েছি নিষ্ফল। সাবধান নাগরাঞ্জ ! করেছে বিস্তার উৰ্ণনাভ ষেই জল অপূৰ্ব্ব কৌশলে দিও ন গহাতে ঝাপ । ভদ্রা প্রলোভনে এক দিকে অসতর্ক ফেলিয়া তোমারে । খেলিতেছে ইচ্ছামত । করেছে নির্বিষ এই মন্ত্রে নাগেশ্বরে। দেখ অন্ত দিকে সেই প্রলোভনে মোহি মধ্যম পাওবে,