পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/১০৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রৈবতক কাব্য । আরো বলিয়াছি, প্রিয়ে, সঙ্গে দিব স্থলোচনা, সুলো । সম্মার্জনী সহিত তাহার। কেমন গো, ঠাকুরাণি, সম্বেশটি সোণামুখে কেমন লাগিল দেখি বল ? সত্য । বেশ লাগিয়াছে, বোন, সত্যভামা স্বভদ্রার স্থান বিনিময় হবে চল। তবু ভাল ভাৰ্য্যাদান • দিয়া ভগিনীর মান রাখিলেন পতিচূড়ামণি ! দেখাইৰ পত্নী আমি, কেমনে মাথার মণি রক্ষা করে দলিত ফণিনী । রাখিব সতীর পণ,— এই দণ্ডে স্বভদ্রার । পাণি,পাইবেক ধনঞ্জয়। মুলো । আমি বাজাইব শাক, দেখি হস্তিনার পত্তি 聽 কওঁ দীর্ঘ কর্ণ তাহী সয় । চলে গ্লেল ক্রোধে রাণী • সখীর গলায়ু ধরি শঙ্খশৰে কাণ ফেটে যায়, হাসিয়া স্বগত কৃষ্ণ . কহেন—“কি পুণ্য মম দুই চিত্র অতুল ধরায় । রুক্মিণী ও সত্যভামা, নিষ্কাম সকাম প্রেম প্রবাহিণী যুগল ধরায়, পবিত্র যমুনা গঙ্গা বহে এক সিন্ধু মুখে, আমি সেই পূণ্য পারাবার । সরল সকামবেদ ভক্তিময়ী সত্যভামা, জ্ঞান উপনিষদ রুক্মিণী । নিৰ্জ্জীব নিষ্কাম ভাব । আছে তাহে লুক্কায়িত,

ীল গ্ৰীতি-প্রবাহিণী ।