পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/১০৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

بی؟ 6 , নবীনচন্দ্রের গ্রন্থাবলী । গেলেন অশোকতলে সন্ত্রমে সুভদ্রা; , উঠিল, বসিলা পুনঃ বেদীতে ছ জন,— স্বভামল নিরমল মৰ্ম্মর-নিৰ্ম্মিত । ঈষৎ হাসিয়া পার্থ কহিলা মধুরে— -জনিতাম আমি এই অশোর্কের বনে বনদেবী মুভদ্রার পাব দরশন (* নহে, স্থলোচনে, তব কামিনীকুমুম ভদ্রা আর, ক্রমে ক্রমে রজনীগন্ধাম হইয়াছে পরিণত সুভদ্রা এপন,— সহে দরশন, বুঝি সহে পরশন – ঈষৎ হাসিয়া ভদ্র, হাসিল ঈষৎ সায়াহ্ন গগন আভা, করিলা উপ্তর

  • বড় ভালবাসি আমি অশোক-কানন । ত্রেতার তরল তত্ত্ব, করুণার ਗੈਣ, রামায়ণ অঙ্কে অঙ্কে জঙ্কিত ইহার দেখি আমি ; পত্রে পত্রে দেখি পরিত্রিত লোক-মাতা জানকীর পদচিহ্ন আর । দেখি দূৰ্ব্বাদলে সেই অশ্রু পরকাশ, , শুনি সমীয়ণে সেই শোকের নিশ্বাস । পবিত্রত, সহিষ্ণুতা, আত্ম-বিসর্জন পত্তিপদে, দেয় শিক্ষা অশোক-কানন । অশোক করিতে শোকে রমণীহৃদয়, নাহি হেন শান্তি-স্থান জগতে নিশ্চয় । বুঝিলেন পার্থ, এই কয়টি কথায় কি গভীর প্রেম-কাব্য রয়েছে নিহিত,

কিৰা অপৰি চিত্র নারীন্ধায়ের ।