পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/১০৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বভদ্র । রৈবতক কাব্য । ৯৭ কহিলেন উচ্ছ্বসিত গদ গদ স্বরে*পড়িয়াছি রামায়ণ ; আমিও মোহিত, স্বভদ্রে, সীতার সেই চরিত্রে অতুল। কিন্তু কি যে স্বর্গ তাহে আছে অধিষ্ঠিত, কি স্বর্গ, কবিত্ব, এই অশোক কাননে, বুঝি নাই এত দিন। অশোক-কানন আজি হতে মহাতীর্থ হইবে আমারপাইলাম এই বনে আজি সুভদ্রার, দ্বাপরের সীতা সহ, শেষ দরশন ? হলো ক্রমে কণ্ঠরোধ, ফাঙ্কনী নীরব কহিলেন কিছুক্ষণ-স্বভদ্রা নীরব । “রজনী প্রভাতে”—পার্থ অৰ্দ্ধরুদ্ধ স্বরে বলিঙে লাগিলা পুনঃ—রজনী প্রভাত যাবে তুমি দ্বারকায়, রজনী প্রভাত ভাঙ্গিৰে আমার, দেবি আশার স্বপন । মুখের শর্বরী মম হইবে প্রভাত । লুকণৰ হৃদয় অfর নাহি সে সময়, নাহি সেই শক্তি মম । হৃদয়ম'নারে যেই অধিষ্ঠাত্রী দেবী প্রণয়বেদীতে করিয়াছি প্রতিষ্ঠিত, যার উপাসনা করেছি জীবনব্রত, সেই দেবী মম লইবে কাড়িয়া পবে, কাপুরুষ মত । সহিব কেমনে বল ক্ষপ্রিয়শোণিতে ?” বীরবর ! একি কথা ? তব হৃদয়ের হৰে অধিষ্ঠাত্রী দেবী, রমণী এমন - আছে কি জগতে, প্ৰভু ! স্বজ্ঞা তোমার