পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/১০৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রৈবতক কাব্য । ఏt তুমি নরনারায়ণ। জানি আমি তব জগৎমঙ্গলনীতি । স্বভদ্রারো তরে স্বত্রমাত্র রূপান্তর হইবে না তার । সে মঙ্গলনীতিপথে হ’য়ে থাকে যদি কণ্টক স্বভদ্র তল, নাহি দুঃখ তার, তোমার মঙ্গল-নীতি হউক পূর্ণ। তই দেব-করে তুমি কল্বিলে রোপণ যেই লতা, সে লতায় ফলিতে কি পারো বিষফল ? না না’-ভদ্রা উন্মাদিনী মত উঠিয়া চকিতে কহে—পলদশ্র বামা— * অৰ্জ্জুন ! ফাঙ্কনী ! পার্থ ! আৰ্য্য ! ধনঞ্জয় ! নীলমণিময় ওই আকাশের পটে, নীলমণিময় বহু দেখ নারায়ণ– শত স্বধীকর কান্তি, করে শঙ্খ চক্র, আনন্দাশ্র নয়নে, অধরে সুহাসি । ওই দেখ ভ্রাতা মম বিষ্ণু অবতার ! ধনঞ্জয় । বীরবর যুগল হৃদয় আইস করিব ঐ চরণে বিলীন, জগতের মোক্ষধাম লভিব নিৰ্ব্বাণ ; ভগবন! কর পূর্ণ তব মনস্কাম ।” নীলমণিময় সেই আকাশের পটে, নীলমণিময় বপু, দেখিলা অর্জুন,— নহে ভ্রান্তি। ভদ্রা পার্শ্বে বসিলা ভূতলে জাকু পাতি, দর দর বহিতে লাগিল চারি প্রতিধারা, চারি অচল নয়নে । পার্থের হৃদয়ে উগ্র কামনা অনলে