পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/১১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্ট্রঞ্চ । ক্ষুদ্র নররাজ্য তার কাছে কোন ছার ! যত দিন খণ্ড রাজ্য রহিবে ভারতে, আর্য্য জাতি খণ্ড খণ্ড পার্থ রহিৰে নিশ্চয়, র হিবে সমাজ-ভেদে ধৰ্ম্ম ভেদময় । ফল ফুল ভিন্ন ঘূথ, তরু ভিন্ন হবে তথা, প্রকৃতির এই নীতি : ক্ষুদ্র ভিন্নভায় করে ধৰ্ম্ম-বিভিন্নত। যথায় তথায় । এক ধৰ্ম্ম, এক জাতি, এক মাত্র রাজনীতি, 獵 একই সাম্রাজ্য, নাহি হইলে স্থাপিত, জননীর খণ্ড দেহ হবে ন মিলিত । তত দিন হিংসানল, হায় ! এই হলাহল, নিবিনে, আত্মঘাতী হইবে ভারত, আর্য জাতি; আর্য নাম, হবে স্বপ্লবৎ । ধৰ্ম্ম ভিত্তি নাহি ধরি, বালিতে নিৰ্ম্মাণ তার, কি সাম্রাজ্য, কি সমাজ, নিজ পাপ ভারে নিশ্চয় পড়িবে ভাঙ্গি কাল-পারাবারে । তেমতি, হে মহাবল, সমাজ-সাম্রাজ্য-বল নাহি ধে ধৰ্ম্মের, তাহ হবে না প্রচার, নহে সত্ত্ব গুণে মাত্র স্বজিত সংসার ! পবিত্র নিক্ষাম ধৰ্ম্ম,