পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/১২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রৈৰতক কাব্য । X e : তোর ব্যভিচার-কথা দিব রে কহিয়া ; এক দীর্ঘ-অভিশাপে দেখিস কেমন মুহূর্বে চন্দ্রস্তু তোর দিবে ঘুচাইয়া । তবু হাসে পোড়ামুখ ৷ সাম্রাজ্য-প্রয়াসী জানিস্ ন,ভ্রাতা মম, বয়েছে আমার সমৰ্পণ এ যৌবন, এই রূপরাশি, প্রজুলিত হোমানলে,-তুমি কি আবার ? এক অভিশাপে তোর বংশধরগণ— যদিব কৌরব সব-যজ্ঞ-কাষ্ঠ মত হবে ভৰ্ম্মে পরিণত ; সাম্রাজ্য-স্বপন ফলিবে ভ্রাতার, ইবে পূর্ণ মনোরথ । হাসি বুড় নহে, এ যে মুনি জরৎকারু এমন যোটক আর মিলিবে কোথায় ? জর কারু জরৎকারু —সোহাগা সোণায় ! কুকুমের মালা পোড়া কাঠের গল্লায় !

  • তবু হাসে কলা মুখ ? তোর ও রগড় আiম পতি-পরায়ণ দেখিব না আর *

ক্রোধে জরৎকীরু বেগে প্রসারিয়া কর, বোধিল বঞ্জের শব্দে গবাক্ষের দ্বার । মুহূৰ্ত্তেক রূপবতী মুদিয়া নয়ন রহিল শায়িত্ত : ক্রস্তে উঠিয়! আবার পড়ি ভূমিগুলে—“পোড় নিজীও এমন, কিছুতেই চক্ষে নাছি হইবে সঞ্চার। জাগি কি বা নিদ্রা ধাই কিছুই ন জানি , । এক পিপাসায় প্রাণ সতত আকুল ; , , अनिदांद्र झनरब्रहङ फेिदt खांद्भ-भ्रंििन !