পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/১৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । so (t পাঠক !— আজি তুমি অবনীর রাজরাজেশ্বর, আসীন হীরকময় স্বর্ণসিংহাসনে, ভাবিতেছ মনে মনে, সামান্ত অভাব সনে, হবে ন সাক্ষাৎ তব এ মর জীবনে, —প্রণয়, বিষয়, সুথে প্রফুল্ল অন্তর ! 鬱 وي জানিলাম মূঢ় তুমি আমার মতন কি বিশ্বাস ভবিষ্যতে ? সম্পদে, সংসারে ? এই স্তুপাকারপ্রায়, একটা তরঙ্গ যায়, কোথায় হইবে লয় কে বলিতে পারে ? রাজার ভবন হবে বিজন কানন । । བ༽ কিংব। যদি নিরাশ্রয়, দীন ਯਸ਼ੋকেন কাদিতেছ তুমি ভাসি অশ্রনীরে ? এই চিস্তা-বিষধরী, এই দুঃখ-বিভাবরী, কত দিন রবে আর, পোহাবে অচিরে : দিবেন সুদিন, যিনি দিলেন আমায় । নিরাশ প্রণয় । 3. ডবিয়া সঙ্গীতসাগরে স্বজনি•! মজিয়া প্রণয়-পীযুষ-পানে,