পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/১৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রৈবতক কাব্য । دهه لا শোকের প্রতিমা খানি লইয়া হৃদয়ে, চুম্বিলেন করি বার নীলাজ বদন অশ্রুসিক্ত। কহিলেন–“শৈলঙ্গে শৈলঙ্গে । আমি তব পিতৃহস্তা জানিয়া কেমনে দেবতার মত তুমি সেবিলে আমায় এতদিন ? নাহি স্বর্গ, কে বলে ধরায় ? এ মে স্বর্গ বক্ষে মম পূর্ণিত সুধায় ! করেছি বৎসর দশ তব অন্বেষণ শৈল ! আমি । আমি পাপী, ক্ষমিয়া আমায়ু দেহ পিতৃ”—মুখে হাত দিয়া নাগবলে৷ সরিল ; বসিলা পার্থ বিস্ময়ে বিৰল । বসিল শৈলক্স ধরি চরণযুগল । জিজ্ঞাসিলা পার্থ—*ঙব জননী কোথায় ?” “ধধর জনক মম ; বৈকুণ্ঠ যথায়।”— কুহিতে লাগিল বামা-৯°শোকম্বুমাচার— গুণিলা জননী, চাহি মুহূৰ্ত্ত আকাশ পড়িলা ভূতলে, ছিন্ন এ জীবনপাশ । বিধির অপুৰ্ব্ব ধন্থ-দেবতা বিভব,— মধ্য-গীতে ছিন্ন তার হইল নীরব। এইরূপে চন্দ্র স্বৰ্য্য যুগল আমার— ভূবিল, বালিকা প্রাণ কৱিৰ অাধার। মুখে মুখে বুকে বুক शि जननौद কত ডাকিলাম আমি কত ফাদিলাম ! কাদিতে কঁাদিতে মৃভা জননীর বুকে— পড়িলাম वृषेदॆिव!,*-म। ফুটিল মুখে রমণীর কথা জার। অশ্রু অবিরল