পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/১৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

هه • د ' নবীনচন্দ্রের গ্রন্থাবলী । , বহিস্থা তিতিল পার্থ-চরণ-যুগল । মনোবেদনায় পার্থ হইয় অধীর ভ্ৰমিতে লাগিলা কক্ষে । চাহি উদ্ধ পানে কহিলেন--নারায়ণ ! এ ঘোর পাপের আছে কোন প্রায়শ্চিত্ত কহু এ দাসেপ্নে । কি পুণ্য-কুটীর শূন্ত করিয়াছি আমি ! । নিবয়েছি কি ল দুষ্ট পবিত্র প্রদীপ " fক দুঃখীর গ্রগ-স্বপ্ন নির্দয় অৰ্জ্জুন করিয়াছে ভঙ্গ আহ । কপোত কপোতী পাপ মর্ত্যে কি ত্রিদিব করিয়া নিৰ্ম্ম:ণ ছিল মুখে । সেই স্বৰ্গ মম ধনুৰ্ব্বশ করিয়াছে ধবংস । আজ শরিক তােক র পড়ি পদতলে মম করে হাহাকায় ! হা কৃষ্ণ ! নারকী হেন সখা কি-তোমার ? ধরিব ন8ধকুৰ্ব্বাণ" দেও অসুমৰি, বীরবেশ পরিহরি ষোগিবেশ ধৰি দেশে দেশে গাব এই শোকসমাচার – এ পাপের প্রায়শ্চিত্ত নাহি বুঝি আর ‘’ কাতরে শৈলজা কহে পড়িম্বা চরণে— *ক্ষম এই অনাথায় ; কি মনোবেদন দিতেছে তোমায় দাসী । বৃথা মনস্তাপ কেন পাও বীরমণি । পিতৃমুখে আমি শুনিয়াছি, মুখ দুঃগ পূৰ্ব্ব কৰ্ম্ম ফল । তুমি যদি পাপী, গুৰে পুণ্যস্থান, হায় ! আছে কোথা ধরাগুলে কহ অবলায় * অর্জন লইয়া বুকে পুনঃ অনাখায়