পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/১৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী | > a { অপ্রকৃত স্বপ্ন। (দেশে, বিজনে, আহা ! নিৰ্ব্বাসিত প্রায়, 1দবস রজনী জলি’ বিরহ-জালায়, ভাসে যে অভাগা সদা নয়নধারায়, কল্পনা পাপিনী ত’রে প্রতারিতে, হায়, কতই মোহিনী মূৰ্ত্তি করে প্রদর্শন, কতই কুহকে করে বিমোহিত মন । কখন ছন্নতা সিন্ধু নীল লহরী, বিশাল পৰ্ব্বতশ্রেণী মুখে পরিহরি, চিস্তাদগ্ধ এই চিত্ত করিয়া হরণ, স্বদেশে, স্বজন-কাছে, কল্পে বিচরণ বিরহে মলিন মম হৃদয়ের মণি, মাতৃপিতৃহীন ভ্রাতা, অভাগ৷ ভগিনী, কেমনে কঁদিছে তা’রা মা মা মা বলিয়া, কাতর নয়নে শূন্ত-গৃহ নিরখিয়া ! একে একে সব চিত্র কবি প্রদর্শন, একেবারে শোক-শিখা করে উদ্দীপন । কখন বা ছায়া-পথে ননান-কাননে ল’য়ে যায় করে ধরি, সঙ্গিনী কল্পনে । পারিজাত পরিমল, অমৃত-সিঞ্চনে, আমোদিছে বহি চির বসন্তু পবনে । ত্রিদিব-সঙ্গীতে মোহে শ্রবণ-বিবর, অমর উন্মত্ত যাহে, কিবা ছার নর ? ভূলিয়া পিতার শোক, জননী-বিয়োগ, করে চিত্ত অনুভব আমর-সম্ভোগ !