পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/১৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

1) ఆ ఆ নবীনচন্দ্রের গ্রন্থাবলী । কি বলিব গত নিশি মজিয়া চিন্তয়, শুইলাম মনোদুঃখে কণ্টক-শয্যায় । দক্ষিণে গবাক্ষ দ্বার করি, অনর্গল, o বহিতেছে মলয়ের শ্ৰেণত অবিরল । একটি চন্দ্রের রশ্মি, ছাড়ি বাতায়ন, পতিত হইল মম হৃদয়ে তখন । মম দুঃখে শশধর হইয়া কাতর, জুড়াইতে চিত্ত যে বাড়া’লেন কর । কতই ভাবনা মনে হইল উদয়, ফুটিয়া কতই আশা পাইল বিলয় । { সরল-শৈশব ক্রীড়া কৈশোর প্রমোদ,* পিতার বিয়োগ— আহ হ’ল কণ্ঠরোপ } দরিদ্রতা-নিবন্ধন ভিক্ষণ দ্বারে দ্বারে, , জননী-বিরহানল, অভাগা ভ্রাতারে, একে একে সব কথা হইল স্মরণ, ভাবনায় ক্লাস্ত নেত্র মুদিম তখন । স্বপনের যবনিকা হ’ল উদঘাটন, দেখিলাম দিব্য এক আনন্দ ভবন ; শোভি’ছে ঝলসি’ নেত্র রঙ্গভূমি প্রায়, আমোদ-লহরী তাহে ছুটয় বেড়ায় । আমেীদে পেলিছে শিশু হাসিয়া হাসিয়া, অমোদে জলি’ছে আলো কঁপিয়া কঁপিয়া ; আনন্দে কাচের শাসি প্রতিবিম্ব তা’র দেখাইছে থেকে থেকে ; বাহিরে আবার হালিতেছে চর্যালোক নব দুৰ্ব্বাদলে 5 হাসে ধরা ঢাকি মুখ কৌমুদী- $