পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/১৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । প্রাঙ্গণেতে ঝাউগণ স্বনিয়া স্বনিয়া গৃহস্থে কল্যাণ করে আনন্দে মাতিয়া । eযুগল রমণীমূৰ্ত্তি বিজলীর প্রায়, প্রবেশিল রঙ্গভূমে, রূপের আভায় লজ্জায় প্রদীপালোক হইল মলিন, প্রভাকর করে যথা শশধরে দীন , । স্বস্যামল জ্যোতিঃপূর্ণ কোন ভাগ্যবান, ধরাতলে নাহি বুঝি তাঁহার সমান, বয়োজ্যেষ্ঠ রমণীর করেতে ধরিয়া, *আনিলেন সগৌরবে ; ধনুক ভাঙ্গিয়া নৃপতি সমাজে, যথা জানকী-জীবন * আনিলেক জনকের দুহিত রতন । প্রাণেশের করে কর জানকী সুন্দরী লাজে অবনত মুখ অঞ্চল আবরি, হাসিলেন প্রিয়তম গৌরবের ভরে হাসিলেন এ রমণী প্রফুল্ল অস্তরে । আবার নবনা প্রতি করি নিরীক্ষণ, অপরূপ রূপকান্তি বসন ভূষণ,— মাতৃস্নেহপূর্ণ হাসি হাসিয়। আবার, নয়নপল্লব ধীরে নামিল তাহার। প্রাচীরের কাছে স্বর্ণ অতিমার প্রায় দাড়াইয়া, জগন্মাতা জিনিয়া উমায় ! নিরথিয়া চিত্রভ্রম জন্মিল অন্তরে, ভাবিলাম গৃহস্বামী বুঝি শ্রদ্ধাভরে চিত্রিয়াছে প্রাচীরেতে প্রেমের বরণে, পূর্ণলক্ষ্মী প্রতিমূৰ্ত্তি এ মর ভবনে । ●