পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/১৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচক্সের গ্রন্থাবলী। عوا s وج মায়ের মমতাপূর্ণ বদন তাহার, ইচ্ছা হ’ল, নিরধিয়া ডাকি বারংবার মা মা বলি ; একেবারে হই বিস্মরণ অভাগার মাতৃশোক, জুড়াই জীবন ! অমনি দুঃখিনী মায়ে হইল স্মরণ, নীরবে নয়ন-নীর হইল পতন । শোকেতে কাতর হয়ে নবীনার পানে দেখিলাম, যেন শশী বিরাজে বিমানে, বিরাজি’ছে রূপবতী নবদুর্গ প্রায়, বারেক দেখিলে মূৰ্ত্তি নয়ন জুড়ায়। কোমল কনককান্তি, প্রসন্ন বদন ; t" উজ্জ্বলিল দর্শকের হৃদয়-গগন । কৌলিন্য-কালিমা কিন্তু পড়িয়া তথায়, বিধাতার নিদারুণ হৃদয় জানায় । রূপরাশি প্রতিবিম্ব পড়িয়া নয়নে, শোভিতেছে নেত্ৰ শুভ্র সুনীল বরণে। পূর্ণচন্দ্র কররাশি জলদমালায় শরদে যেমন শুভ্র বর্ণ শোভা পায় । কিংবা যথা মরকত সুবর্ণ পাতায় পরস্পরে সমধিক সৌন্দর্য্য বাড়ায় । পরিধান পেশোয়াজ, খচিত কঁাচলি, নীলাশ্বর শোভা পায় বরণ উজ্জলি’ ; কারুকার্য্য, দীপালোকে সহস্ৰ নয়ন প্রকাশিয়া, দেখিতেছে অতুল বরণ। নবীন প্রশাবশে নয়ন চপল হাসিছে হাসিতে পূর্ণ অধর যুগল ।