পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/১৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* > * নবীনচঞ্জের গ্রন্থাবলী । মলয় ঘোমটা খুলি শর্বরীসথায় দেখাইল মুখচন্দ্র, মলিন লজ্জায় । দেখিয়া পাদপচয় স্বন স্বন স্বরে পাতার কৌশল তা’র গায় প্রেমভরে । চলিলেন মা আমার কোমল চরণে, যথা লক্ষ্মী তেয়াগিয়া জলধি-জীবনে । চলিল নবীনা গৰ্ব্বে যৌবনে মাতিয়া, চলে যথা তরঙ্গিণী নাৰ্চিয়া নাচিয়া চন্দ্রের কিরণতলে, সুনীল সাগরে, বহে যবে সমীরণ শাস্তবেগ ধ’রে । চলিছেন মহামতি সম্মুখে সবার, পত্নীভাবে প্রবীণায় দেখি বারংবার । নবীন পশ্চাতে চলে লহরী-চলনে, সেই ধন্ত এই যা’র কণ্ঠের ভূষণ । প্রেম-সুখে বুঝি তা’র হৃদয় অচল, না জানি কাহার এই পূৰ্ব্ব পুণ্যফল ! দেখিতে দেখিতে সব হ’ল আদর্শন ;– আমার সুখের স্বপ্ন ভাঙ্গিল তখন । এমন প্রতিমা কি হে দেখিব অবরি ? দেখি নাই এই জন্মে—দেখিব না অর কি জাগ্রতে, কি নিদ্রীয়, স্বপন-সময়ে, এই দুই মূৰ্ত্তি মম জাগিবে হৃদয়ে।