পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/১৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । 3? » মুমূযু শয্যায় জনৈক বাঙ্গালী যুবক।

প্রভাকর অস্তকালে প্রকৃতি সুন্দরী যেমতি মোহিনী সাজে জুড়ায় নয়ন, মানব-জীবন-রবি দেহ পরিহরি অস্তমিত প্রায় যবে, সংসার তেমন বিমল অপূৰ্ব্ব শোভা করে প্রদর্শন। অপলক নেত্ৰে আজি যেই দিকে চাই, নিরর্থি প্রীতিতে পূর্ণ ভূতল গগন, "প্রীতিশূন্ত কোন স্থান দেখিতে না পাই। R প্রেমের প্রতিমা পত্নী, প্রাণের সন্তান, জননী আনন্দময়ী মায়ার আধার, সন্তোষজনকমূৰ্ত্তি দয়ার নিদান,— বোধ হয়, আজি যেন প্রেমপারাবার। বিষাদকণ্টকাকীর্ণ যে পাপ সংসার, কাটামু একটি জন্ম ভাসি নেত্রনীরে যেই খানে, আজি একি রূপান্তর তার— পবিত্র প্রতির স্রোত পার্থিব মন্দিরে । wo শত্রু মিত্র আত্ম পর নাহি কিছু জ্ঞান, নাহি জ্ঞান ছোট, বড়, দুৰ্ব্বল, ফুর্জয়, জাতিভেদ, বর্ণভেদ, মীন, অপমান ; বিষয়ের বিষ্ণু-চিন্তা জুড়ায়ে হৃদয়