পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/১৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ు పిశి নবীনচক্সের গ্রন্থাবলী । নিবিয়াছে ; ঘুচিয়াছে মর-আশা ভয় ;– বোধ হয়, বিশ্ব যেন প্রীতিপারাবার, শোভিছে তরঙ্গপ্রায় মানবনিচয়, ঐশিক স্বত্ৰেতে গ’থা প্রীতি-পুষ্পহার । 8 কেন কাদ পিতঃ ! তুমি শোকে ম্ৰিয়মাণ ? কেনই জননী মম করে হাহাকুরি ? কেনপ্রি য়ুতমে ! পতি-প্রাণের সমান, নীরবে ঝরিছে তব নয়ননীহার ? প্রবেশিব যে জীবনে প্রতিবিম্ব তার, এত প্রীতিকর । আহা ! না জানি কেমনু মধুর যামিনী সেই, এই সন্ধ্যা যার প্রীতিরসে জুড়াইল তাপিত জীবন। & কেনবা পিতৃব্য তুমি বিষাদে মজিয়া, যাইতে মঙ্গল রাজ্যে কর অমঙ্গল ? অবোধের মত বল কি হবে কাদিয়া, মুছে ফেল বিগলিত নয়নের জল । আননে বিভুর গান গাও অবিরল, এমন মুখের দিন হইবে না আর, জান না কি বাঙ্গালির মরণ মঙ্গল, o আমার আজি স্বাধীনতাদ্বার। ஆ. বৃদ্ধ তুমি, নাহি ধার স্বশিক্ষার ধার ; দরিদ্রষ্ঠ নিবন্ধন মনের নয়ন হয় নাই প্রস্ফুটিঙ ; কি বলিব আর, পূজাহিক, ভোগ, নিজ তোমার জীবন।