পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/১৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

为>8 নবীনচন্দ্রের গ্রন্থাবলী । অধীনতা অপমান, প্রণে নাহি সয় স্বজাতির হীনাবস্থা, কি বলিব হয় । জাতীয় বিদ্বেষ-সৰ্প পাপী নৃশংসয় দংশিছে, জলিছে বুক দংশনজালায় Se সভ্যতার রঙ্গভূমে, কল্পনা উদ্যানে, বিদ্যার বিনোদ বনে, সৰ্ব্ব-অগ্রসর ছিল যেই জাতি শ্রেষ্ঠ ; সঙ্গীতে বিজ্ঞানে অনুপম, অদ্বিতীয় সংগ্রাম ভিতর ; শাস্ত্রে শস্ত্রে শৌর্য্যে যার ছিল না সোসার, শিশু গ্রীষ, শিশু রোম, যার তুলনায়, পার্থিব গৌরব এত অকিঞ্চিত কর, সে জাতির শেষে এই দুরবস্থা হয় ! $ ఫి সে দিনের ইংলণ্ড, কি ছার বড়াই ! ভারতে দর্শন, শিল্প, সাহিতা, সঙ্গীত, পরাকাষ্ঠ পায় যবে, পঞ্চ ভাই কুরুরক্তে কুরুক্ষেত্র করে প্রক্ষণলিত, সিজারের নেত্রপথে হয় নি পতিত, অসভ্য ইংলগু এবে--অgষ্ট এমন, সে ভারত রসাতলে হয়েছে পতিত, ইংলণ্ডের উন্নতির উচ্চ সিংহাসন । & _ > ఫి 奪 কিসে পিতঃ । ভারতের হলো অধোগতি । রহিমাছে পূৰ্ব্ববৎ হিমাদ্রি, সাগর ।