পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/১৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী ○>像 বহিতেছে পূৰ্ব্ববৎ দেবী ভাগীরথী। তবে যে গৌরব-রবি হইল অন্তর,— নাহি সেই রাম, নাহি অযোধানগর । কোথায় সে বীরগণ, পণ্ডিতমণ্ডল, কোথায় তাদের কীৰ্ত্তি গৌরব-মাকর, প্রতিধ্বনি মাত্র তার রয়েছে কেবল । a "ు গেছে বীর্যা, কিন্তু পিতঃ ! জানিও নিশ্চয়, ভারতবাসীরামন অমর আচল ; ,কালে, বলে, দ্বেষ নলে মরিবার নয় । যেই মানসিক শক্তি, যবন-কবল, শত বৎসরের পাপ দাসত্বশৃঙ্খল, সহিয়াছে অনায়াসে, সেই বৃত্তিচয় এখনো রহেছে পিতঃ ! তেমনি সবল; ধরিবে সতেজ মূৰ্ত্তি পাইলে সময় । والأسس 8 لا 蛛 歌 称

  • 肇 - 豪 షి సె

চিত্রের এ দিক এই—দেখ দিগন্তরে, আমাদের ভয়ানক অবস্থা কেমন । স্বাধীনতা যেইরূপ পরিষ্কার করে সমাজ-উল্পতি-পথ, ধৰ্ম্মও তেমন আত্মী মুক্তির পথ করে উন্মোচন । অনিত্য সংসারে ধৰ্ম্ম অমোঘ আশ্রয়, স্থা বিশ্বাস সেই ধৰ্ম্মের জীবন, বিশ্বাস হৃদয় করে পরমেতে লয়।