পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/১৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী। >>సా অমর ত নহে এই মানব জীবন, স্বইতেছি, সকলেই যাইবে নিশ্চিত । পুনৰ্ব্বার পিতা পুত্রে হবে একত্রিত, অনন্ত কালের তরে জানিও নিশ্চয়, পিতা মাতা পত্নী পুত্র হইয়া-মিলিত, আনন্দে পাইব জয় জগদীশ জয় । শশাঙ্কদূত । কোথা যাও শশধর । ফিরিয়া দাড়াও, অভ{গার গোটা কত কথা শুনে যiও । এই “নব গঙ্গাতীরে’, এই তরুতলে, গাইব দুঃখের গাত ভাসি অশ্রুজলে । উচ্চ সিংহাসনে বসি শৰ্ব্বরী রেঞ্জন, মুহূৰ্ত্তে দেখিতে পার সমস্ত ভুবন, চিত্রিত প্রয়েছে যেন জলধি-হৃদয়ে মণ্ডিত কৌমুদী বণে, শ্যাম শোভাময় । অভ" অক্ষুকে" দেখ একবার, মিশ’য়ে "মাক শ সনে বঙ্গ পারাবার হাসিছে ঈষদে যথা শত সমীরণে, দেখাইয়া প্রতিবিম্ব সুনীল দর্পণে । তার প্রাচীতীরে, দেখা যায় কি নু যায়, অনন্ত সমুদ্র সনে মিশাইয়া কীয়, শোভিতেছে স্বশামিল পুরি মনোহর, অভাগার জন্মভূমি, প্রকৃতির ঘর।