পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/১৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২২ নবীনচন্দ্রের গ্রন্থাবলী । কালে কালে এই গৃহ হবে ধরাশায়ী, হয়েছি অভাগা মোরা ভিক্ষণব্যবসায়ী । জন্মভূমি মানচিত্রে এক বিন্দু আর । চিহ্ন মাত্র না রহিবে এই অভাগার । যদি অভাগার নাম করে কোন নর, । প্রতিধ্বনি করিবেক ভূধর সাগর । যুগল স্নেহের তরী এই সিন্ধুজলে হইয়াছে নিমগন মম কৰ্ম্মফলে । জীবনের সুখ অশা অতল সলিলে ডুবিয়াছে সেই সঙ্গে । সমুদ্রে খুজিলে, হারায়েছি যেই রত্ন সদৃশ তাহার, নাহি সাধ্য রত্নাকর করে আবিষ্কার । পিতৃ মাতৃ স্নেহ মুখ স্বর্গ অবনীর, ঘুচেছে জন্মের মত ; দারুণ বিধির এমন নিষ্ঠুর বিধি, দেশে অভাগার কেহ নাহি যারে আমি বলিব আমার । সম্পর্ক, সুহৃদ-বল, সৌভাগ্যে সকল, • দুঃসময়ে স্থতি মাত্র বান্ধব কেবল । এই সুবিস্তৃত দেশে, ওহে শশধর, আছে কত আশৈশব প্রিয় সহচর । কিন্তু শশি । তাহারা কি কথায় কথায় মনে করে হতভাগ্য শৈশব-সখয় ? প্রসারি কৌমুদীকর ধরিয়া গলায়, • জন্মভূমি জননীকে জিজ্ঞাসিও, হায় ! ক্রোড়ন্ত্ৰই, দুরস্থিত চিরদুঃখী তরে, কঁদেন কি জন্মভূমি স্মরিয়া অস্তরে ? 袋