পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/১৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৪ নবীনচন্দ্রের গ্রন্থাবলী । কত আশা, কত ভাব, দিবস রজনী, ফুটিয়া অজ্ঞাতে নাহি ঝরিবে অমনি । 3. খুলিয়া হৃদয়-দ্বার কল্পনা- অর্গল, কহিব সকল কথা জলের মতন, t নবীন বান্ধবে ; প্রতিদানে নিরমল, জ্ঞানগৰ্ত্ত উপদেশ, মধুর বচন, শুনিব অনন্তমনে ; প্রতিলিপি র্তা’র রাখিব চিত্রিয়া চিত্ত-ফলকে আবার । & s: এস তবে, ভগ্নীগণ । মিলিয়া সকলে, অবলা-বান্ধবে করি সুখে সম্ভাষণ ; গাঁথি, কৃতজ্ঞতা-হার বসিয়া বিরলে, এক সঙ্গে ত;’র করে করি সমর্পণ । এস, ভ্রাতঃ ! এস, সথে ! এস, হে বান্ধব ? তুমি বঙ্গ-অবলার অমূল্য বিভব । مالا কল্পনা-কাননে পশি, কাৰ্য্য-অবসানে, গাঁথিয়া কোমল ফুলে কবিতার হার, সাজাইব কলেবর, বিবিধ বিধানে, বসন্ত সজায় যথা বসন ধরার । দেখা’ব ষতেক ফুল ফুটিবে হৃদয়ে, &প্রণয়-গোলাপ কিবা জ্ঞান কুবলয়ে । 擊 * শারদ চন্দ্রমতলে, সরোবর-তীরে, বসি’ প্রাণেশের কাছে পুলকিত মনে,