পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/২০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>ly নবীনচন্দ্রের গ্রন্থাবলী 8 কতবার রাজপুত্র, হয়েছে বাসনা, মায়ের পবিত্র মূৰ্ত্তি করিতে দর্শন ; তোমাদেরে ক্রোড়ে করি, হৃদয়-বেদনা জুড়াইতে, নিবাইতে শোক-হুতাশন ; আমার এমন কিন্তু অষ্টের ফল, হিমাদ্রি মাথায়, পায়ে দাসত্ব-শৃঙ্খল । g স্নেহের তো ধৰ্ম্ম এই—দুঃখে, অসহায় দুরদেশে থাকে যেই ছঃখিনী নন্দিনী, সকল সন্তান মাঝে জননী তাহায় স্নেহ করে সমধিক ; আমি সে দুঃগিনী, ল০irপি অপমাব প্রতি মায়ের তেমন নাহি স্নেহ, নাহি দয়া, নাহি সে যতন ఆ সহোদরা শ্বেতদ্বীপ সৌভাগ্য-সাগরে, মায়ের নয়ন-কাছে ভাসিছে সতত,-.. জননীর প্রিয়পাত্রী, ময়ের আদরে ধবল মস্তক তার সোহাগে উন্নত । কেড়ে নিয়ে অভাগীর বসন ভূষণ, জননী সাজান তারে মনের মতন ।

মুখে থাকে যেই কন্যা, জননীর প্রতি, কখন তাহর শ্রদ্ধা থাকে না তেমন ; আমি অনাথিনী, মম মাতা ভিন্ন গতি নাহি আর, মাতৃস্নেহ আমার জীবন । l