পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/২০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের গ্রন্থাবলী । هند | যবনের যমদণ্ডে, হয়ে নির্যাতন, বিস্মৃতি-সাগরে সব হয়েছে পতিত । রত্ন-গর্ভ সংস্কৃত-ভাষা সুললিত, তোমাদের যত্নে পুনঃ হতেছে জীবিত । ఫి శి ছিল যে ভারতভূমি কাব্যের উদ্যান, কল্পনা-নন্দন-বন, কবির মন্দির ; যাহার সঙ্গীত-স্বরে দ্রবেছে পাষণ দিয়াছে গলায় মালা, বন-হরিণীর ; এবে সে ভারতে যত টিটিভ সাংস

  • ডাকিতেছে, ভগ্নস্বরে র্কাদিছে বায়স ।

救 ఫి: কি কুগ্রহ ভারতের অদৃষ্ট আকাশে, কয়েক বৎসর হতে হয়েছে সঞ্চার ! জুর্ভিক্ষ-অনল, আর মারিভয়-গ্রাসে মরেছে সহস্র প্রজ, তাহীদের হাড় একত্র করিলে হবে সমাধি-ভবন, * “বিডনের,” “লরনসের” কীৰ্ত্তি-নিদর্শন। >密 শূন্ত এবে ভারতের রাজ্যের ভাণ্ডার । খড়গ-হস্তে ভাবিছেন রাজী-প্রতিনিধি । ,ভাবিছে বেতন-জীবী প্রজ অনিবার মৃতপ্রায়, দাসত্বও না মিলায় বিধি ! কেবল তোমারে আহা ! করি দরশন, ভুলেছে সকল দুঃখ, পেয়েছে জীবন।