পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/২০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । *。○> ఏ শুনিন্দে সকল দেখ হয়েছে মগন, সাজায়েছে কলিকতা, গ্যাসের মালায়। t রাজভক্তিস্রোতে আজি নাগরিকগণ প্ৰনর অনন্দে সবে ভাসিয়া বেড়ায় । কিবা ধনী, মধ্যবিত্ত, দরিদ্র দুৰ্ব্বল, আনন্দে গাইছে সবে তোমার মঙ্গল । సికి ভাঁসিতেছে কলিকাতা আমোদ-সাগরে ; উঠিছে সঙ্গীত-স্বর লহরী যেমন, - নীহারের ছলে আজি ওই শশধরে নিরমল সুধারাশি করে বরিষণ । যামিনী ঝিল্লির রবে, গঙ্গা কলকলে, তোমাকেই আশীৰ্ব্বাদ করিছে সকলে । ∶ ፃ ঐ শুন উপাসনা-গৃহে যুবরাজ ! গম্ভীর সঙ্গীত-স্বর আবার আবার ; সমভাবে সৰ্ব্বজাতি, সমস্ত সমাজ, ভক্তিভাবে মাগিতেছে ব’লা।ণ তোমার । যথাসাধ্য প্রজাগণ, তোমার কল্যাণ কামনা করিতে দীনে, করে অর্থ দান। >b" দুঃখিনী ভগিনী আমি, দাসীত্ব-জীবন, 象 যুবরাজ এতোধিক কি আছে আমার, তুষিতে তোমার তুল্য রাজপুত্ৰ-মন ? মায়ের কোমল করে দিতে উপহার