পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/২০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$ L8 নবীনচন্দ্রের গ্রন্থাবলী । যাও তবে, যাও ভ্রাতঃ ! যাও ফিরে ঘরে আবার ভগিনী তব আশীৰ্ব্বাদ করে । হৃদয়-উচ্ছসি। সখি রে ! আর বলিব আমি মরিতেছি মরমে, , বচন না সরে মুখে মরে আছি সরমে ! দিন দিম, পল পল, জলিছে বিরহানল নিবিবে না আর তাহা বুঝি এই জনমে । প্রিয়সখি, মরিতেছি মরমে । 는 সখি রে ! ওই দেখ ফুলকুল ফুটিতেছে কাননে, নাচিতেছে অনুরাগে সমীরণ চুম্বনে ; বিহঙ্গিনী ফুল্ল মনে, স্বনাথ বিহঙ্গ সনে, বরধি সঙ্গীতসুধা মোহিতেছে শ্রবণে ;– ফুলকুল ফুটিতেছে কাননে । wo) সখি রে ! যে দিকে ফিরাই আঁখি হেরি তারে নয়নে, যেই দিকে কৰ্ণ পাতি শুনি তারে শ্রবণে ; নিত্য নয়নের কাছে, তার চিত্র ভেসে আছেঃ সে যেন রয়েছে সখি, মিশাইয়া জীবনে,— প্রিয় সখি, মিশাইয়া জীবনে ।