পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/২১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\ురి নবীনচন্দ্রের গ্রন্থাবলী । এই রেখা চিরকাল, হইবে আমার কাল, নদী সহ, নদীরেখা গেথা লুপ্ত হয়েছে, সখি রে, যথা নদী বহেছে। էր সথি রে । জীবন যাইবে, এই যৌবন ত যেতেছে । ভস্ম হবে এ হৃদয়, এবে দগ্ধ হতেছে ক্রমে ক্রমে এই সব, হবে স্বপ্ন অম্ভব, দেখিতে দেখিতে সখি অলক্ষিত হতেছে — প্রিয়সখি, সকলই যেতেছে । * R সখি রে! বিচ্ছেদ যাবার নহে, বিচ্ছেদ ত যায় না। প্রেম সহ এই পোড়া বিচ্ছেদ লুকায় না । জীয়স্তে ত না ছাড়িবে, প্রাণান্তেও সঙ্গে যাবে, বিচ্ছেদ যাবার নহে, বিচ্ছেদ ত যায় না, প্রাণসখি, বিচ্ছেদ লুকায় না । > o সখি রে । যে বিধি চঞ্চল করি প্রেমনিধি গড়িল, চঞ্চল করিয়া কেন বিচ্ছেদে না স্বজিল ? লোকে বলে ফুলবাণ, সে কি এত খরশান ? ফুলবাণ সখি মম মরমে কি পশিল ? ফুলবাণে এত ব্যথা জন্মিল ?