পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/২১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । లిన চিত্র কর সেই দৃষ্টিমুগ্ধকরী, বিষন্ন, গম্ভীর, চিত্ত-দ্রবকরী । もデ কপোল-কমলে দিবস যামিনী নিরাশার কীটে দংশিছে, স্বজনি ! বিষন্ন বদনে হাসিলে কামিনী, শোভে মেঘমুক্ত হাসি সৌদামিনী । సె এখনো সে হাসি নয়নে আমার রয়েছে লাগিয়া; কি বলিব অরি হৃদয় সরসে প্রতিবিম্ব তা’র, ভাসি’ছে উজলি’ চিত্ত অভাগার । So পোড়া দেশাচার এমন রতনে, অযতনে এত কিসের লাগিয়া, কিসের লাগিয়া সোণীর যৌবনে বিকচ নলিনী মরে শুকাইয়া ? t S X ত্রিদিবে অতুল ইন্দ্রের নন্দনে এমন কুসুম দেখা নাহি যায়; পূর্ণিমা নিশীথে শারদ বিমানে, এমন চন্দ্রমা শোভা নাহি পায় । సినీ নিরখিলে ওই মলিন বদন, পাষাণ হৃদয় বিদরিয়া যায়;