পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>够 নবীনচন্দ্রের গ্রন্থাবলী । ডাকিতেছে “বাবা বাবা” বলি শূন্ত ঘরে প্রতুরিছে প্রতিধ্বনি বাবা বাবা" করে। دى ' পথপাশ্বে, তরুতলে, সরোবরতীরে, বসি কেহ চেয়ে আছে চাতকের প্রায় ; কুনয়নে অশ্রুধারাঞ্জরে ধীরে ধীরে, ভাবিছে----সপ্তাহ শেষ জনক কোথায় ” মলিন কমলমুখ দেপি তরুগণ, পত্ৰচ্ছলে ঠাশ্ৰুবিন্দু করে বরিমণ। , , $ আশ্রয় পাদপ যদি প্রভঞ্জনবলে হয় ধরাতলশায়ী, ঝরে পত্রগণ · জলি রৰিকরে, ভিজি বরিষার জলে আশ্রিত লতিকাপুঞ্জ হারায় জীবন। তেমতি বিগুস্ক দুই ভগিনী আমার, মরেছে আশ্রয় তরু, কে রাখিবে আর ॥ vVG কে চাহিবে অভাগারে ? কে চাহে কথন রাজপথপাশে বসি দরিত্র নিধর্ম করে যবে হাহাকার ? কে করে যতন ৫ কিছুকমল আহ ! শুকায় যখন ? * rযই দিন মরেছেন জনক আমার, । সে দিম জেনেছি পর হয়েছে সংসার ।