পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/২২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী। | >8Գ ২৬ দুঃখে কষ্টে গিয়া এই বার মাস, খুঁচিয়াছে এবে অজ্ঞাত নিবাস ; জ্ঞানের অলোকে, হৃদয় আকাশ, • নাশিয়া অজ্ঞান করেছে প্রকাশ ; দেও অনুমতি শাসি নিজ দেশ, পারি কি না পারি দেখ সবিশেষ’ । २१ বীম ঝম্ করি বেওে যেমন, জয় ভিক্টোরিয়া’ বাজিল তখন, উল্লুক আকৃতি ভল্ল ক নয়ন, । মোসাহেব-বেশী বিকটদর্শন, জনৈক বাঙ্গালি আসিল নিকট, অপমানভয়ে দিলাম চম্পট । さv হয়েছে তখন চন্দ্রের উদয়, নিশি শেষে ধীরে বহিছে মলয়, বামাকণ্ঠস্বর মধুরতাময় ; বহিতেছে গঙ্গা তানে হয়ে লয় । শুনিতে হইল উদাসীন প্রাণ, কাশীর প্রসিদ্ধ "ময়নার” গান ।

  • 。 নাচিছে "ময়না” মদনমোহিনী, আলোকিয়া কাশী-নরেশ-তরণী; ওই করপদ্ম বিকাশে এখনি, এই পেশোয়াজে চারুচন্দ্রাননী