পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/২২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X8to নবীনচন্দ্রের গ্রন্থাবলী । ঢাকিছে বদন, আবার এখন বিকশিছে দেব-চুল্লভ-দশন । - في بيلا গাইতেছে, স্বর-লহরী চঞ্চল ব্যাপিতেছে নৈশ গগন, ভূতল: কঁাপিতেছে ক্র, নেত্র আচঞ্চল; নাচিতেছে নেত্র, স্থির ভ্রযুগল; এক নেত্রে অশ্র-মুক্ত সুশোভিত, অস্ত নেত্র দেখ হাসিতে রঞ্জিত । 8 : কি আশ্চর্যা মরি স্বর প্রকম্পন,— এই গৰ্জ্জিতেছে মেঘের গজ্জন, পরক্ষণে প্রেম কোমল তেমন, পূরক্ষণে পুনঃ করহ শ্রবণ, আধ আধ স্বর, বিরহে কাতর, কুনয়নে অশ্র ঝরে দর দর। ৩২ কেমন সঙ্গীতে বিজলি দেখিয়া, চিত্ৰবং আহা ! আছে দাড়াইয়া ! চিত্রকর হলে, তুলি ধরিয়া, লষ্টতম এই মূরতি আঁকিয়া না জানি কি মুখ, হায়রে, তাহার, এমনু ময়না পিঞ্জরে বাহার। JS) কত রাজার প্রেমের শিকল, কেটে ফিরে এই ময়ন চঞ্চল।