পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/২২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

)(t নবীনচন্দ্রের গ্রন্থাবলী । وينة কি লিখিব ? এই লিপি,—জীবন প্রতিমে ! দীর্ঘকাল পরে আজি কি ভাবিয়া মনে নিস্তেজ অনল মম, করিলে হে উদ্দীপন, অমৃত সিঞ্চনে কেন দহিলে জীবনে ? f q সময়েতে যে আঘাত সহেছিনু প্রাণে, আজি সে বেদন| মম হয়ে উত্তেজিত, কি যন্ত্রণ মরমেতে, সেই অস্ত্র লিথ হতে, ছুটিতেছে বেগ ভরে জীবন শোণিত ."

  • কত দিন কত বর্ষ হইয়াছে গত, এখনও বোধ হয় সকলি নূতন; যেই প্রেম স্রোতস্বতী, হয়েছিল মুহুগতি,

আজি তার স্রোত বেগ শুর্বর ভীষণ ।

  • না পারি সহিতে এই হৃদয় উচ্ছ,সি, প্তর্নিবার স্রোতধারা, বিদারিছে বুক, কৰ্ম্মনাশা। সেতুপরে, দাড়ামু বিষাদ করে,

অধোদৃষ্টি, স্থিরনেত্রে, অবনত মুখ । So স্থতি দুরবীক্ষণে, মানস-নয়নে, বিগুত জীবন দৃশু মৃদুর সুন্দর, দেখিলাম কিছুক্ষণ, কি হইল দরশন ? কোমল সুবর্ণ অঙ্গ, পাষাণ অন্তর। ৫ কৰ্ম্মনাশা নদী।