পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/২২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী i >@N○ S > করাল কালের ঢেউ, অবস্থা তুফান, কত শত আশা-পোত বিস্মৃতি-সাগরে করিয়াছে নিমগন, নাহি তার নিদর্শন, * কিন্তু সেই প্রেমমূৰ্ত্তি রহেছে অস্তরে । বিপদে, সম্পদে, কিবা স্বপূরে, নিকটে, ব্লাজকাৰ্য্যে, কি জাগ্রতে, শয়নে, স্বপনে, দেখিয়াছি অনিবার, নাহি জানি কত বার, বিসর্জন করে পুনঃ তুলেছি যতনে । ఫిలి কৌতুকে কল্পনা করে পরিণয় হার, পরায়েছি কত বার গলায় তাহার; যথায় যে ভাবে থাকি, তাহারে হৃদয়ে রাখি, বলেছি সতত এই প্রতিমা আমার । Y 3 পূজিয়াছি চিরদিন সোণার মূরতি, কোমল অস্তুর তার, এই ছিল আশা, এই প্রেম প্রবাহিণী, স্বধাময় স্বরধুনী, কে জানিত হবে শেষে নদী কৰ্ম্মনাশা ? 参感 কিন্তু তারে মিছে দোষী, দোষী দেশাচার, দোষী এ বাঙ্গালি জন্ম, দোষী এ ভারত । পিতামাত অবিচারে, বিসর্জিল অবলারে পাপের অনলে, অহা দেখালো কুপথ ।