পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/২৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । >念@ ૨ છે cছড়ে দাও জীবনের শৈশব সময়, যুবতী জীবন পেয়ে বল না আমায়, প্রকৃত প্রণয় সুখ, আনন্দে ভরিয়া বুক, লভেছ কি এক দিন লইয়া কহয় ?

    • মনে কর বারেক সে শৈশব সময়, শৈশব সখায় তব আছে 'ক হে মনে ? কত কযু দুই জনে, প্রেম উচ্ছসিত মনে,

কহিয়াছি, শুনিয়াছি বসিয়া বিজনে । చిరి নহে এক দিন--কিবা নহে এক মাস, এইরূপে কত বর্ষ হইয়াছে গত; এক দিন সে সময়, হতো না কি সুখোদয়, ভুলেছ কি এবে সব স্বপনের মত ? २६ যে মনে তোময় ভাল বাসিয়াছি আমি, নিরমল পাপশূন্ত, পাপ আকাঙ্ক্ষায় নহে কলুষিত তাহ, তুমি কি জান না আহা ! ভালবাসা তরে ভাল বেসেছি তোমায় ।

  • (t

এমন সে ভালবাসা— প্রতিদান তার চাহি নাহি, চাহিব না নিকটে তোমার ! নিজ মনে নিজে মুণী, কি বলিব শশিমুখি ! অবিচল প্রেম প্রিয়ে । অন্তরে আমার ;