পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/২৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

为金也 নবীনচন্দ্রের গ্রন্থাবলী । ર૭ এই বহে কৰ্ম্মনাশ, ক্ষীণ-কলেবরা, অত্যন্ত্র জীবন, কিন্তু বন্ধ কর তীরে, আশু হবে সুগভীর, ভেসে যাবে দুই তীর, ভেসে যাবে ধরাতল প্লাবন আসারে । " ২৭ তেমতি প্রণয় স্রোত কর অবিচল, মুহূৰ্ত্তে পূর্ণিত হবে হৃদয় ভাণ্ডার; প্রণয়ে পূরিবে ধরা, গগন হইবে চরা, অবিচল প্রেম স্বৰ্গ—কেন বলি আর ? さッ বিহবলা যুৱতী-মূৰ্ত্তি হক না যাহারা, সরলা কোমলা সেই বালিকা আমার; সেই মূৰ্ত্তি চিরদিন, থাকিবে হৃদয়াসীন, প্রদানিব চিরদিন প্রীতি-উপহার । శిసి চাহি না যুৱতী-মৃত্তি, বালিকা আমার । সুন্দর সরল হাসি মাখিয়া অধরে, সুন্দর সরল দৃষ্টি, শীতল প্রণয়-কৃষ্ট, করে যাতে, সেই মূৰ্ত্তি জাগিবে অন্তরে । Xoo সেই রূপে আজি মম চিত্ত পরিপ্লত, এই কৰ্ম্মনাশা-জলে দেখি পরিষ্কার, মনে রেখে প্রিয়তমে, আমি যে রাখিব মনে, তুফান বহিছে হৃদে, কি লিখিব আর ? sssssssssssssssssssss সম্পূর্ণ।