পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/২৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>*a নবীনচন্দ্রের গ্রন্থাবলী । ఫి “মা’র এইরূপে, আহা মরি মরি, কি অপূৰ্ব্ব শোভা হয়েছে মিশ্রিত,— অৰ্দ্ধ রণচণ্ডী, অৰ্দ্ধ রাজেশ্বরী, অনলে অমৃত হ’য়েছে মণ্ডিত । ভুবন-ঈশ্বরী গিরিজা আমার,— মাথায় মুকুট, পাশাঙ্কুশ-কর ; রণরঙ্গিণীর ঋলসে আবার অন্ত করে খড়গ, চক্র, ধনুঃশর । > * “উত্তরে ভারতী—রজতবরণ, মানস-সরস-পঙ্কজবাসিনী, বেদমাতা, করে শোভে চারু বীণা, সঙ্গীত-সাহিত্য-শাস্ত্র-প্রসবিনী । দক্ষিণে কমলা, কমল-আসন, শোভে করে পদে সোণার কমল, ঐশ্বৰ্য্যরূপিণী, কণক-বরণা, সচঞ্চল যেন পদ্মপত্র-জল ।

  • *

“তা’র দুই পাশে কুমার, গণেশ । জ্ঞানেশ গণেশ, জ্ঞান-অবতার : জীবন্ত আদর্শ ! বিজ্ঞানের শেষ — মুষিকের পৃষ্ঠে ঐরাবত-ভার ! অন্ত দিকে বীৰ্য্য-সৌন্দর্য্য-আধার মুর-সেনাপতি শিখণ্ডিবাহন, করে পূর্ণচাপ,পৃষ্ঠে তুণভার, রূপে রতিপতি—মানসমোহন ।