পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/২৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ు ఆఫ్చె নবীনচন্দ্রের গ্রস্থাবলী । ఫి ? “কুই অনন্দের স্রোত-সন্ধিস্থলে, কেমনে অচল অছি, হিমালয় ? ওই উমা অবতীর্ণ হিমাচলে, উঠ, প্রভু, আর বিলম্ব না সয় । দক্ষবিনাশন জামাতা তোমার, ( ভুলিলে কি পূৰ্ব্ব কাহিনী সকল ? ) যোগ্য আবাহন না হ’লে তাহার, প্রজ্বলিত হ’বে ক্ৰোধ-দাবানল ।

Ja

"ওই মা আমার অবতীর্ণ দ্বারে, ত্রিদিবের শোভা, হায় রে, ভূতলে ; এস এস, ও মা ! বল না আমারে, হিমপুরী ছাড়ি’ কেন বিহুমূলে ? পাষণের মেয়ে আপনি পাষাণী, কেমনে থাক, মা, একটি বৎসর ভুলিয়া মায়েরে ? এ পপি পরাণি পাষাণ বলিয়া না হয় অন্তর । > ፃ “হয়, মাত । এই একটি বৎসর থাকি, বাছা ! তোর পথ নিরখিয়া অচলার মত ; হায়, নিরস্তর অচল মস্তক আবেশে রাখিয়া - যোগনিদ্রাগত গিরীশ-হৃদয়ে, নিশ্বাসি’ ঝঞ্চায়, কঁাদি বরিষায়, ( শত অশ্রুধারে তিতি হিমালয়ে, ) জলি মনস্ত{পে নিদর্ঘ-জ্বালায় ।