পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/২৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

2Cobo নবীনচন্দ্রের গ্রন্থাবলী ৩২ "ভারতের তরে আজি যোগাসনে বসিলাম, দেবি । উদিলে আবার অস্তমিত রবি ভারত-গগনে, সেই দিন ধ্যান ভাঙ্গিবে আমার ।" সপ্ত শত বর্ষ হতেছে অতীত, নাহি চিহ্নমাত্র এখনো তাহার ; বল, উমা ! সে কি চির অস্তমিত ? ভারতের ভাগ্যে অনন্ত আধার ? 298 مسبمنNN {

  • (? “তিন দিন মাত্র পাইয়া তামায়,

পূৰ্ব্ব স্বতি তা’র উঠে উছলিয়া, পূজে ফল পুষ্পে ; পাইবে কোথায় পূজিবারে সেই রত্বরাশি দিয়া ? কাটে মহাস্কথে এই তিন দিন আনন্দ-উচ্ছ্বাসে ভুলি দুঃখ-ভার ; মানস-হিল্লোল হইলে বিলীন দশমীতে, দেখে দুঃখ-পারাবার । في جية “যাও, উমা ! তবে ছঃখিনীর ঘরে, শারদ-সপ্তমী হ’তেছে প্রভাত ; দেখ, মা ! অরুণ পূরব অম্বরে কি আনক্স-রেখা করিতেছে পাত ।