পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/২৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>" ● নবীনচন্দ্রের গ্রন্থাবলী। S) হায়! ওই অস্তাচল-বিলম্বী ভাস্কর কত বাঙ্গালির মুখ, মূৰ্ত্তিমান চিরন্থখ, দেখে সদা, মসিজীবী হতভাগা নর, সারাদিন খেটে যবে ফিরে আসে ঘর । 8 * তেমনি বিকল অঙ্গে, এক দিন, হায় ! কৰ্ম্ম-ক্ষেত্র পরিহরি’ মসিযুদ্ধ শেষ করি, আসিয়াছি,—সে যে দুঃখ, কহ,নাহি মায়, বঙ্গকৰ্ম্মচারী বিনে কে জানে ধরায় ? { (£ নাহি প্রবেশিতে পর্ণ-কুটীরের দ্বার, • • “আজি এত দেরি কেন, মলিন বদন হেন, বল নাথ?” শুনিলাম, দেখিলাম আর প্রেমের প্রতিমা খানি সম্মুখে আমার } { সুশীতস সুবাসিত বাসন্ত অনিল, সুকোমল পরশনে, পরিমল বিতরণে, সরস মধুরে যথা জাগায় কোকিল, সঙ্গীতে মোহিত করি’ কানন অখিল $

  • তথা বীণা-বিনিন্দিত সুমধুর স্বর ছু ইল অজ্ঞাতসারে হৃদয়ের প্রেমতারে,

শ্লথ হৃদয়ের যন্ত্র বাজিল সত্বর, নাচিতে লাগিল রক্ত ধমনী-ভিতর ।