পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/২৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বা একাশরঞ্জিনী । ১৭৩ x ব্যাপিয়া নয়ন-পথ পৰ্ব্বতলহরী উখিত আকাশে,—এই পাতালে পতিত , এইরূপে উঠে পড়ে, . नवडथा চিত্র করে, দূরে নীল মেঘে নেত্র করে প্রতারিত ! ○ গম্ভীর প্রকৃতি-মূৰ্ত্তি ; মহীরুহচয়, বিঞ্জনে গষ্ঠীর ভাবে আছে দাড়াইয়া ; দীর্ঘ,শাখা প্রসারিয়া, গিরিশৃঙ্গ আবরিয়া, শুনিল পল্লবে, মরি, নয়ন রঞ্জিয়া ! 8 শুমল পল্লবময় চন্দ্র তপ-তলে, নিদাঘ মধ্যাহ্নতাপে, কুরঙ্গিণীগণ স্বনাথ কুরঙ্গ-সঙ্গে অলস অবশ অঙ্গে ; ময়ুর ময়ুরী ডালে মুদ্রিতনয়ন । দাহন" করিয়া ফেলে ! পরে ধামার (এক প্রকার কাটারি ) দ্বারা ক্ষুদ্র গৰ্ব করিয়া এক গর্তে আলু, কচু, তরমুজ প্রভৃতি বধ বীজ রোপণ করে । পৰ্ব্বতের এমনই উর্বরাশক্তি যে, উই প্রচুর পরিমাণে ফসল হইয়া থাকে। কোন বন্ধুর মুখে । ছি, ইহাদের মধ্যে বিশুদ্ধ দম্পত্য প্রেম আছে, এমন কি, দিনের তরেও কখন মুখ মান হয় না! একত্ৰ শয়ন, একত্র • একত্র আহীর, এমন কি, যেন দুই কলেবরে এক জীবন বোধ হয় । ইহার স্বাধীন, সম্প্রতি ইংরাঙ্গ গবর্ণমেণ্ট ইহাদের বাস্থ্য স্থাপন করিয়া ইহাদিগকে সভ্য করিতেছেন। )