পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/২৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । yet 9. হায় রে । দুৰ্ব্বল ওই বৃন্তশূন্ত করি’ অবশিষ্ট দলচয়, ওই যে পতিত হয়, ওই দেখ পঙ্কসহ যায় গড়াগড়ি ; মুহূৰ্ত্তেকে মিশাইবে, চিহ্ন মাত্র না রহিবে ; সখের গোলাপ মম হ’বে ছারখার ; েপ্রমের গোলাপ মম কে রাখে এবার ! (o এ প্রেম-গোলাপ মম মানস-কাননে, সৌরড়ে মোহিত করি’, বিধাদ-অর্ণধার হরি’, বিরাজিত, হাসি হাসি’ প্রফুল্ল যৌবনে ; হেরি’ তা’র রূপ-শোভা, অনুপম মনোলোভ, ভাবিতম, হাসিতাম আপনার মনে,— প্রেমের গোলাপ মম অতুল ভুবনে । وانا এই ফুল ছিল মম জীবনের মূল, শীতল মিলন-জল, বর্ষিতাম অবিরল, নিশ্বাস-পবনে মনঃ নাচিত কেবল । আননে প্রণয়ীবেশে, কোমল দলেতে ব’সে, করিতাম পান স্বপে স্বধা অবিরল, কেমনে সে ফুল মম হইল নিৰ্ম্মল ? 영 কেমনে ? প্রেয়সি । সেই দুঃখের কাহিনী, সেই মরমের ব্যথা, সেই মনোগত কথা, যাহা মনে করি’ কাদি দিবস-যামিনী, যে বিচ্ছেদ-বরিষয়, প্রেমের গোলাপ, হায়,