পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/২৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী। styمج ع কিবা অনুপম শোভা, চিত্তহরা, মনোলোভ, বিকসিল মুখশশী—অমর-বাঞ্ছিত,-- 尊 আদরে অধর চুম্বি হইনু মোহিত । g పి ఫి • কথায় কথায়, প্রিয়ে ! কথা এসে পড়ে, একদিন নিশাকালে, চন্দ্রের কিরণ-তলে, দু’জনে বসিয়া তব কক্ষের দুয়ারে ; প্রশংসিলে কৌমুদীরে বলিলাম প্রেয়সি রে, যে চন্দ্র বিরাজে মম চিত্ত-সরোবরে, ংস্থা’র কাছে ওই চন্দ্র মনে নাহি ধরে । 5) এখন সে চন্দ্র, প্রিয়ে ! কোথায় আমার, চিত্ত অন্ধকার করি’, সেই প্ৰেমমুগ্ধকারী, নিতান্তই অস্ত কি হে হইল এবার ? না,-বিচ্ছেদ-বরিষার, অস্ত হ’লে পুনৰ্ব্বার, উজ্জল হৃদয়রাজ্য করিবে আমার, চকোরের চন্দ্র, যাবৎ থাকিবে সংসার । ৮মাইকেল মধুসুদন দত্ত। হা অদৃষ্ট —কবিবর । এই কি তোমার ছিল হে কপালে ? মধুসূদনের হায় –( শুনে বুক ফেটে যায় ! ) এই পরিণাম বিধি লিখেছিলা ভালে ?