পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/২৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের গ্রন্থাবলী । سوالمو۹ډي ર দিয়াছিল যেই রত্ন ভারতী তোমায়— |অপার্থিব ধন ; রাজ্য বিনিময়ে আহা ! কেহ নাহি পায় তাহা, দাতব্য চিকিৎসালয়ে তোমার মরণ ? , J) কিংবা কণ্টকিত হয় ! যে বিধি করিল গোলাপ, কমল ; i. সে বিধি পাষাণ-মনে, দহিতে স্বকবিগণে, কবিত্ব-অমৃতে দিল দারিদ্র্য-অনল । g বহু যুদ্ধে না পারিয়া করিতে নিৰ্ব্বণ এই হুতাশন ; প্রাণপত্নী-করে ধরি, নরলীলা পরিহরি’, পশিলে মধুসূদন অমর-জীবন । 6: কৃতঘ্ন, মা বঙ্গভূমি ! এত দিন তব কবিতা-কানন, যেই পিকবর-কল উছলিল, বনদল উছলিত, ব্রজে শুrাম বঁশরী যেমন । সে মধু-সখারে আজি পাষাণ পরাণে, ( কি বলিব, হায় । ) অযত্নে মা অনাদরে, বঙ্গকবিকুলেশ্বরে, ভিক্ষুকের বেশে, মাতা, দিয়াছ বিদায় !