পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/২৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । ఫిషా) ১ ৭ বঙ্গভাষা-সুললিত-কুসুম-কাননে কত লীলা করি, কাদাইয়া গৌড়জন, সে কবি মধুসূদন চলিল,—বঙ্গের মধু বঙ্গ পরিহরি’ । >b" যাও তবে, কবিবর ! কীৰ্ত্তিরথে চড়ি’ বঙ্গ অtধারিয়া, যঙ্গায় বাল্মীকি, ব্যাস, ভবভূতি, কালিদাস, হিমুছে সিংহাসন তোমার লাগিয়া । పిసి ষে অনস্ত মধুচক্র রেথেছ রচিয়া, কবিতা-ভাও রে ; অনস্ত কালের তরে, গোড়-মন-মধুকরে পান করি, করিবেক যশস্বী তোমারে । বাঙ্গালীর বিষপান । প্রয়োগ ।

বহিছে পবন স্বনিয়া স্বনিয়া, নিশ্বাসি’ছে তরু থাকিয়া থাকিয়া ; উপর-আকাশে যেতেছে ভাসিয়া নিবিড় জলদ, দিক অর্ধারিয়া ।