পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/২৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*●8 নবীনচন্দ্রের গ্রন্থাবলী । >b" যেই পরিশ্রমে ওই দুল্লভ জীবন, দুল্লভ মানব দেহ করিল পতন ; রাজ্যস্তরে অৰ্দ্ধশ্রমে, আজি অবলীলাক্রমে, স্বাধীন রাজ্যের কোষ-দরিদ্রের ধনদুঃখী পরিবার হেতু হ’ত উন্মোচন । Soo বে বিধাত ! অন্ধকার খনির ভিতরে, কেন হেন রত্নরাশি কর হে স্বজা ? এমন হিমানী দেশে, কেন পদ্ম পরকাশে, হইবে না যথা পূর্ণ বিকাশ কখন ; g কি মুখ ফুটিয়া ফুল অরণ্য-অস্তরে ? গেলে সখে !—নাহি দুঃখ—ফুরাইল হায় । বাঙ্গালী-জীবন-দুঃখ চির দিন তরে ; ' যেই রাজ্যে প্রবেশিলে, সব জালা জুড়াইলে, কেবল পরাণ র্কাদে স্মরিয়া অস্তরে অনাথ সস্তানগণে, অনাথিনী মায়। 之> দীনবন্ধু ! গেলে বন্ধু-চিত্ত শৃষ্ঠ করি, কিন্তু যত দিন চিত্ত থাকিবে জাগ্রত, তব প্রীতিপূর্ণ বাণী, তব প্রেম-মুখ-খানি, জাগ্রতে স্মরণ-পথে ভাসিবে সতত ; স্বপনে শুনিব তব রসের লহরী ।